×

শিক্ষা

মহাখালীতে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার রেল কর্তৃপক্ষ এড়াতে পারে না: তিতুমীর ঐক্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম

মহাখালীতে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার রেল কর্তৃপক্ষ এড়াতে পারে না: তিতুমীর ঐক্য

মহাখালীতে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার রেল কর্তৃপক্ষ এড়াতে পারে না। ছবি: ভোরের কাগজ

   

মহাখালীতে ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতুমীর ঐক্যের সদস্য মতিউর রহমান।

এতে বলা হয়, ‘সোমবার (১৮ নভেম্বর) তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩ দফা দাবিতে পূর্ব ঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি চলাকালে রেলপথ এই ব্যারিকেডের আওতায় ছিল। বিষয়টি গত ১৪ নভেম্বর সংবাদ সম্মেলন এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয়। প্রশাসন ও গোয়েন্দা বিভাগকে এই বিষয়ে অবগত করা হয়। বিল কর্তৃপক্ষকেও এই বিষয়টি আগেই অবগত করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘রেলগেটে শিক্ষার্থীরা অবস্থান নেয়ার আগে ওইখানে দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানানো হয় বিকেল ৪টা পর্যন্ত কোনো রেল চলাচল করবে না। এমনকি ‘উপকূল এক্সপ্রেস’ যখন আসছিল তখন ৪-৫ কিলোমিটার দূর থেকেই লাল কাপড় দিয়ে সংকেত দেয়া হয় রেল থামানোর জন্য। কিন্তু রেল চালক না থামিয়ে বরং এর গতিবেগ বাড়িয়ে দেন। ওই সময় রেল লাইনে ২-৩ হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছিল।’

আরো পড়ুন: দাবি না মানলে বুধবার মহাখালীতে ‘বারাসাত ব্যারিকেড’

রেল কর্তৃপক্ষকে অভিযুক্ত করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘উপকূল এক্সপ্রেসের এমন খামখেয়ালি আচরণের কারণে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীরা যখন আহত হয় তখন ক্ষুব্ধ হয়ে কয়েকটি নুড়িপাথর রেলকে লক্ষ্য করে ছুড়ে মারে। এর ফলে রেলের ভেতর শিশুসহ কয়েকজন আহত হয় বলে জানা যায়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা রেল কর্তৃপক্ষের খামখেয়ালি সিদ্ধান্তের মাধ্যমে ওই সময় রেল চলাচল করার অনুমতি দেয়ার জন্যই হয়েছে। তাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার কোনোভাবেই রেল কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না।’

দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোমবার ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।’

এর আগে সোমবার বেলা ১১টার দিকে মহাখালীর রেলক্রসিংয়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। তখন রাজধানীর মহাখালী থেকে হয়ে বের হওয়া দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ট্রেন চলাচলও বন্ধ ছিল। পরে আন্দোলনকারীরা বিকেল ৪টার দিকে অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। অবরোধ শেষে শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। সেখানে গিয়েও তারা অনশন কর্মসূচি পালন করেন। সর্বশেষ সংশ্লিষ্টদের আশ্বাসে তারা অনশন শেষ করে ক্যাম্পাসে ফেরেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App