শিক্ষার্থীকে নির্যাতনের খবর, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাকা কলেজ ছাত্রদলের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
চলতি মাসের ৮ অক্টোবর (মঙ্গলবার) একটি গণমাধ্যমে ‘ঢাকা কলেজের হলে শিক্ষার্থীকে রাতভর নির্যাতন ছাত্রদলের’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকাশিত হয়। যার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মৃধা জুলহাস।
বুধবার (৯ অক্টোবর) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ উজ্জল গাজী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদলিপিতে বলা হয়, সোমবার রাতের ওই ঘটনার সঙ্গে ছাত্রদলকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা কলেজ প্রশাসন ও হল কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ বিচার দাবি করেন।
প্রতিবাদলিপিতে আরো বলা হয়, ঢাকা কলেজ ছাত্রদল একটি অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন। গত ১৬ বছর ফ্যাসিবাদের বিপক্ষে লড়াই করতে গিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকশ কর্মী কারাবরণ করেছেন এবং হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য নেতাকর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও এ সংগঠনের ভূমিকা অপরিসীম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঢাকা কলেজ ছাত্রদলের সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল ইমরান গুলিবিদ্ধ হয়ে এখনো পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্রদলের নেতা আরো বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। কিন্তু কতিপয় গণমাধ্যমকর্মী যখন দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ছাত্রসংগঠনকে বিতর্কিত করার অপচেষ্টা চালান, তা দুঃখজনক বটে। এক্ষেত্রে তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।