মুন্সিগঞ্জে বিতর্কিত শিক্ষক মনোরঞ্জন ধরকে অপসারণের দাবি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ পিএম

বিতর্কিত শিক্ষক মনোরঞ্জন ধর। ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জ শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের (এভিজেএম) সহকারী শিক্ষক মনোরঞ্জন সূত্রধরের বিরুদ্ধে নানা অনিয়ম, অপেশাদার আচরণ এবং ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ তুলে তার শাস্তি ও অপসারণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন মনোরঞ্জন ধর। তিনি শিক্ষার্থীদের ভিডিও ধারণ করে তা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ নেতাকর্মীদের কাছে পাঠান। এছাড়া, মনোরঞ্জন সূত্রধর দীর্ঘদিন ধরে অবৈধ কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত এবং ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এভিজেএমের নবম, দশম এবং সাবেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোরঞ্জন সূত্রধর আওয়ামী লীগ সমর্থিত রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার প্রভাব কাজে লাগিয়ে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছিলেন। তার কাছে কোচিং না করলে অনেক শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগও রয়েছে। এমনকি তিনি ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার বা হোয়াটস অ্যাপে কু-প্রস্তাব দেন বলেও অভিযোগ করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন জানিয়েছেন, শিক্ষার্থীদের সমস্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ অস্বীকার করে শিক্ষক মনোরঞ্জন সূত্রধর বলেন, ‘আমার বিরুদ্ধে কিছু শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক মিথ্যা অভিযোগ করছেন। এসব অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
আরো পড়ুন: পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না
তবে, জেলা প্রশাসক অভিযোগের সত্যতা নিশ্চিত করে যথাসম্ভব দ্রুত সময়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।