×

শিক্ষা

ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন নোবিপ্রবির উপ উপাচার্য

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৩:৫৫ পিএম

ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন নোবিপ্রবির উপ উপাচার্য

ছবি: সংগৃহীত

   

পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। বুধবার (২১ আগস্ট ২০২৪) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর প্রো- ভিসি হিসেবে তার নিয়োগ বাতিল করে আবেদন ও মূলপদে যোগদানের অনুমতি প্রদানের জন্য পদত্যাগপত্র জমা দেন। নোবিপ্রবির রেজিস্টার দপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী থাইল্যান্ডে অবকাশের জন্য গত ১৩ আগস্ট থেকে আগামী ২৬ আগস্ট পর্যন্ত ছুটি নিলেও তিনি দেশেই অবস্থান করছিলেন। এরমধ্যে মঙ্গলবার (২০ আগস্ট) তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের মেইলে জয়েনিং লেটার পাঠিয়েছেন।

নোবিপ্রবি উপ-উপাচার্যের জয়েনিং লেটার সম্পর্কে ভারপ্রাপ্ত রেজিস্টার তামজিদ হোসেন চৌধুরী জানিয়েছেন, অনলাইনে জয়েনিং লেটার গ্রহণের সুযোগ নেই। স্ব শরীরে ক্যাম্পাসে এসে যোগদান করতে হবে।

  পদত্যাগপত্রে ড. মো. আব্দুল বাকী লিখেছেন, আমি নিম্নস্বাক্ষরকারীকে গত ২৫/০৮/২০২১ ইং তারিখে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ ধারা ১২(১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির প্রো- ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রাপ্ত হই। উক্ত পদে যোগদানের সময় হতে অদ্যাবধি আমি অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। বর্তমান পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় উক্ত নিয়োগপত্রের (ঘ) নং শর্ত আলোকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর পদে আমার নিয়োগটি অদ্য তারিখ হতে বাতিল করে মূলপদে যোগদানের অনুমতি প্রদানে বিনীত অনুরোধ জানাচ্ছি।

২৫ আগস্ট, ২০২১ বুধবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১২ ( ১ ) অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীকে শর্তসাপেক্ষ ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এছাড়াও গত ৭ ফেব্রুয়ারি ২০২৩(মঙ্গলবার) তৎকালীন ভিসি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের অনুমোদনক্রমে উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকীকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।

আরো পড়ুন: বিসিবির নতুন পরিচালক হলেন নাজমুল আবেদীন ফাহিম

উল্লেখ্য, মঙ্গলবার (২০ আগস্ট) উপ-উপাচার্যের পদত্যাগ ও সাবেক রেজিস্টারের অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলো নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পদত্যাগের বিষয়ে জানতে উপ-উপাচার্যকে মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App