×

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূর করতে বিএসপিইউএ'র ৯ দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৮:৪৮ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূর করতে বিএসপিইউএ'র ৯ দাবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূর করতে বিএসপিইউএ'র ৯ দাবি

   

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বৈষম্য দূর করতে নয় দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)। সোমবার (১৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, এপিইউবি, বিওটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকল কর্তৃপক্ষের কাছে এই দাবি জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বিএসপিইউএ-এর  প্রেসিডেন্ট ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আজ বিভিন্ন ধরনের বৈষম্য দেখা যাচ্ছে। উচ্চশিক্ষায় গুণগত মানোন্নয়ন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূরীকরণে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে আমরা একগুচ্ছ মৌলিক দাবি জানাতে চাই। আমাদের প্রাণের দাবিসমূহ হলো-

১) অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ১৫% ইনকাম ট্যাক্স প্রত্যাহার করে উক্ত অর্থ ছাত্র-কল্যাণ, স্কলারশিপ ও গবেষণায় বরাদ্দের নির্দেশনা দেওয়া হোক।

২) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ এন্ট্রেডিটেশন কাউন্সিল, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনসহ বিভিন্ন সরকারি সংস্থায় এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিটি ও উপ-কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

৩) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র রেগুলেটরি অ্যাজেন্সি প্রতিষ্ঠা করতে হবে।

৪) বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেজুরবৃত্তিক ছাত্র-রাজনীতি এবং শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে।

৫) চাকরির ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের সাথে বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে।

৬) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অগ্রাধিকার দিতে হবে।

৭) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী গ্র্যাজুয়েটদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি পিএইচডি'তে সুযোগ দিতে হবে।

৮) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে পিএইচডি প্রোগ্রাম চালু করতে হবে।

৯) প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত সার্ভিস রুলস চালু করতে হবে।

সংগঠনটির সভাপতি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, এপিইউবি, বিওটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকল কর্তৃপক্ষ আমাদের প্রাণের দাবিসমূহ বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বৈষম্য দূরীকরণে এগিয়ে আসবেন। কেননা, বর্তমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার জন্য এই দাবিসমূহ বাস্তবায়ন সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএসপিইউএ সাধারণ সম্পাদক ড. নাহিন মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. আবদুল্লাহ আল-মামুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিইউএ’র ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. আখতার হোসাইন, ভাইস প্রেসিডেন্ট (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) প্রফেসর ড. মামুন হাবীব, অর্থ সম্পাদক প্রফেসর ড. জুলাফিকুর হাসান, মিডিয়া অ্যান্ড পিআর সম্পাদক রিয়াজ হাফিজ, ইসি সদস্য প্রফেসর ড. নেহরীন মাজেদ বিএসপিইউএ'র নির্বাহী কাউন্সিলের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রসঙ্গত, বিএসপিইউএ একটি নিবন্ধিত পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠন। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে, উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে এবং সরকারের টেকসই শিক্ষা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে এ সংগঠনটি ২০২১ সালের ২৪ জুন প্রতিষ্ঠা লাভ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App