×

শিক্ষা

ঢাবিতে শিক্ষিকাকে লাঞ্ছনার ঘটনায় শিক্ষক সমিতির নিন্দা

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৯:৫৭ পিএম

ঢাবিতে শিক্ষিকাকে লাঞ্ছনার ঘটনায় শিক্ষক সমিতির নিন্দা

শেহরীন আমিন ভূইয়া

   

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচিতে পুলিশ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী ও একই বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূইয়াকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো দুটি ভিন্ন বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী এবং একই বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়ার সঙ্গে পুলিশের অসাদাচারণের অভিযোগ উত্থাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ধরনের অসাদাচারণের নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছে।

এতে আরো বলা হয়, ইতোমধ্যে আমরা অবগত হয়েছি যে, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বস্তুনিষ্ঠ মতামত প্রকাশ করায় তাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। তিনি গত ২৬ জুলাই ২০২৪ তারিখে শাহবাগ থানায় এ বিষয়ে একটি জিডি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছে। একইসঙ্গে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন-পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা প্রদান এবং তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে হাইকোর্ট মোড়ে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি থেকে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এসময় বাঁধা দিতে গেলে লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়াকে লাঞ্ছনা ও শারীরিকভাবে হেনস্তা করেন পুলিশ সদস্যরা। এতে আহত হন ওই শিক্ষক। 

শিক্ষকদের উপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেরেছেন অনেক শিক্ষার্থী। অনেক বিভাগের শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিতে দেখা গেছে। এ ধরনের ঘটনায় পুলিশের শাস্তির দাবি জানান অনেকেই। আবার অনেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। 

এদিকে এই ঘটনায় লোক প্রশাসন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এক প্রতিবাদ বিবৃতিতে শিক্ষকের উপর আক্রমণের জন্য পুলিশকে দাপ্তরিকভাবে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করে জানায়, এই ঘটনা স্বাধীন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমূলে আঘাত করেছে। বিভাগীয় প্রশাসন, সিন্ডিকেট কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় দায় এড়াতে পারে না। এই হামলায় জড়িত প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্তদের পর দণ্ডবিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি কামনা করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App