এনসিটিবি চেয়ারম্যানের মেয়াদ বাড়লো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৩:১৫ পিএম

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। ছবি: সংগৃহীত
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে আবারো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। গতকাল (রবিবার ২৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
এর আগে অধ্যাপক ফরহাদ দুই বছর এনসিটিবির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। এই চুক্তির মেয়াদ শেষ হয় গত ২৩ মে।
আরো পড়ুন: ঢাবি শিক্ষার্থীদের হয়রানি করলে প্রক্টর অফিসে জানানোর আহ্বান
প্রজ্ঞাপনে বলা হয়- সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপক মো. ফরহাদুল ইসলামকে তার পূর্বের চুক্তির অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এনসিটিবির চেয়ারম্যান পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমেই সারাদেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাক্রম প্রণয়ন করা হয়। এ ছাড়া এই সংস্থার মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যের বইও দেয়া হয়।