×

শিক্ষা

নাশকতায় তছনছ হলো শিক্ষাপঞ্জি, দুশ্চিন্তায় শিক্ষার্থী-অভিভাবক

Icon

অভিজিৎ ভট্টাচার্য্য

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 নাশকতায় তছনছ হলো শিক্ষাপঞ্জি, দুশ্চিন্তায় শিক্ষার্থী-অভিভাবক

ছবি: সংগৃহীত

   

‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি, একই সময় থেকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং এই আন্দোলনকে ঘিরে বিএনপি-জামায়াত-শিবিরের নজিরবিহীন তাণ্ডবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর জেরে একে একে স্থগিত হয় মাধ্যমিকের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন, এইচএসসি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ও সেমিস্টারের পরীক্ষা এবং বেশকিছু চাকরির পরীক্ষা। এরকম পরিস্থিতিতে কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না।

সংশ্লিষ্টরা বলেছেন, প্রায় এক মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ‘তছনছ’ হয়ে গেছে চলতি বছরের শিক্ষাপঞ্জি। বছরের বাকি পাঁচ মাসে ‘তছনছ’ হওয়া এই শিক্ষাপঞ্জি গুছিয়ে আনা প্রায় অসম্ভব। এর ফলে ঘাটতি নিয়েই শিক্ষার্থীদের বছর শেষ করার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া করোনার ধাক্কা সামলে উঠে যখন শিখন ঘাটতি পূরণের চেষ্টা চলেছে, তখনই আসতে থাকে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। চলতি বছরের শুরু থেকেই শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ ও বন্যায় বন্ধ থেকেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এর রেশ না কাটতেই শিক্ষক ও শিক্ষার্থীদের পৃথক আন্দোলন ও সহিংসতার জেরে ফের বন্ধ হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান। পড়াশোনার এমন ছন্দপতনে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে, তা কি আদৌ পুষিয়ে নেয়া সম্ভব? এমন প্রশ্নও উঠেছে জনমনে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. নেহাল আহমেদ গতকাল বৃহস্পতিবার ভোরের কাগজকে জানান, শিক্ষাপ্রতিষ্ঠান কবে নাগাদ খুলবে তার একটি ধারণা আগামী রবি অথবা সোমবারে পাওয়া যেতে পারে। চলমান পরিস্থিতিতে শিক্ষাপঞ্জি তছনছ হলেও শিখন ঘাটতি পোষানো সম্ভব বলে তিনি মনে করেন। তার মতে, নতুন শিক্ষাক্রমে পুরো বছরের শিক্ষা কার্যক্রম শেষ করার জন্য এনসিটিবি ‘রিজার্ভ ডে’ রেখেছে। পুরো বছরের জন্য এই রিজার্ভ ডের সংখ্যা ২০ থেকে ২৫ দিন। এই রিজার্ভ ডেতে শিক্ষা কার্যক্রম চালু হলে শিখন ঘাটতি পোষানো সম্ভব।

এদিকে নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২০২৬ সাল থেকে। যে পদ্ধতিতে পরীক্ষা হবে, প্রথমবারের মতো ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সে সিলেবাসে চলছিল ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন। কিন্তু ১৫ জুলাই পর্যন্ত ৪টি বিষয়ের মূল্যায়ন হলেও চলমান পরিস্থিতিতে স্থগিত করা হয় বাকি পরীক্ষাগুলো। চলতি এইচএসসি পরীক্ষা গত ৩০ জুন শুরু হলেও বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই থেকে। বর্তমানে সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষাও আগামী পয়লা আগস্ট পর্যন্ত স্থগিত থাকছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাসার জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে দুই দফায় চার দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল আগামী রবিবার। তার তিন দিন আগেই জানানো হলো, ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো, ৪ আগস্ট থেকে ফের পরীক্ষা নেয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। সূত্র আরো জানিয়েছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন ১১ আগস্টের পর স্থগিত পরীক্ষাগুলো নেয়া হবে।

নতুন পদ্ধতিতে মাধ্যমিকে যে ষাণ¥াসিক মূল্যায়ন চলছে তা আপাতত বন্ধ থাকায় শিক্ষার্থীদের তেমন ক্ষতি হবে না বলে মনে করেন আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক গীতাঞ্জলি বড়ুয়া। তিনি বলেন, নতুন ধরনের এ মূল্যায়ন পদ্ধতির সঙ্গে আস্তে আস্তে খাপখাওয়ানো শুরু করেছি। একই সঙ্গে অভিভাবকদের মনেও অনেক জিজ্ঞাসা ছিল, তারাও একটু একটু ধারণা পেতে শুরু করেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো হয়তো মূল্যায়ন শুরু হবে। তবে বাচ্চারা তো একটু বাধাগ্রস্ত হয়েছেই। একাডেমিক এবং মানসিকভাবে ফিরিয়ে আনতে দুয়েকটি অতিরিক্ত ক্লাসের প্রয়োজন হতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া নিয়ে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক হয়। এতে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৈঠক সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সম্ভাবনা নেই। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেয়ে এখন বেশি গুরুত্ব দেয়া হচ্ছে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার শেষ করার ব্যাপারে। কিন্তু এই পরীক্ষাই আগামী ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। সেই হিসেবে আগামী সপ্তাহেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা খুব কম।

জানতে চাইলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিবেশ তৈরি হয়নি। এ মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারছি না। তবে চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন মন্ত্রী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা) চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত এখন আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হাতে নেই, কেন্দ্রীয়ভাবে আসতে হবে এই সিদ্ধান্ত। তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ, একাদশে ভর্তি কার্যক্রম শেষ করা এবং স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে বেশ বিপাকে আছে শিক্ষা বোর্ডগুলো।

এদিকে যে ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে সবসময়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ও এখন নীরব-সুনশান। কিছু বিভাগ ও বর্ষের সেমিস্টার ফাইনাল শেষ হলেও, অনেকের এখনো বাকিই রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, ছুটি আরো দীর্ঘ হলে দেখা দিতে পারে সেশনজটের শঙ্কা। একইভাবে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষাসহ সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। স্থগিত ব্যাংকসহ আরো বেশ কিছু চাকরির পরীক্ষাও।

মাধ্যমিকের মূল্যায়ন, এইচএসসি পরীক্ষা অথবা চাকরির পরীক্ষায় দীর্ঘ বিরতি হলে শিক্ষার্থীদের ওপর তার বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন শিক্ষা গবেষক ড. মোস্তাফিজুর রহমান। শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এভাবে চলতে থাকলে তো সেশনজটে পড়বে। এ থেকে বের করে আনতে হলে প্রথমেই খুব দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিখন ঘাটতি পূরণ এবং মানসিক ট্রমা থেকে ফিরিয়ে আনতে দুদিক দিয়েই কাজ করতে হবে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App