জবির প্রধান ফটকের সামনে পুলিশের অবস্থান, নেই আন্দোলনকারীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৩:৩৯ পিএম

জবির প্রধান ফটকের সামনে পুলিশের অবস্থান, নেই আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (১৮ জুলাই) প্রধান ফটকের সামনে অবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি থাকলেও এখনো পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্যাম্পাস বা আশেপাশে দেখা যায় নি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ । প্রধান ফটকের সামনে, ভিক্টোরিয়া পার্ক এলাকায় পুলিশ ও সাজোয়া যান মোতায়েন করা হয়।
এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ক্যাম্পাসের আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সম্পূর্ণ ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির সদস্য ও কর্মকর্তা-কর্মচারী ছাড়া আর কেউ নেই বললেই চলে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, নিরাপত্তার স্বার্থে আজ শিক্ষার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে। এদিকে আজ সকালেও হল ছেড়েছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা। হল প্রভোস্ট দীপিকা রাণী সরকার বলেন, আজও কিছু শিক্ষার্থী হল ত্যাগ করেছে। কিছু শিক্ষার্থী অবশ্য এখনো হলেই রয়ে গেছে।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ শিক্ষার্থীকে আন্দোলনকারী সন্দেহে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরবর্তীতে কোন ধরনের সংশ্লিষ্টতা না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।
ঘটনাটি গণমাধ্যমে আসলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তৎপরতায় এদিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মুক্ত হয় তারা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, কয়েকজন শিক্ষার্থী সন্দেহজনকভাবে আটক হয়েছিলো।
আরো পড়ুন: অবরুদ্ধ পুলিশ সদস্যদের হেলিকপ্টার নিয়ে উদ্ধার করেছে র্যাব
কোতোয়ালি ও সূত্রাপুর থানায় সহকারী প্রক্টর ও শিক্ষকদের প্রতিনিধিদের সমঝোতা মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানার পরপরই তাদেরকে মুক্ত করা হয়। শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ তারা যেন কোন রকম সহিংসতায় লিপ্ত না হয়।