শহীদ মিনারে আন্দোলনকারীরা, টিএসসিতে ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৪:৪৩ পিএম

ছবি: ভোরের কাগজ
কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে। অন্যদিকে টিএসসি ও রাজুতে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা তিনটার দিকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্যদিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে লাঠিসোটা ও হেলমেট নিয়ে টিএসসি এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরো পড়ুন: কোটা আন্দোলনে উত্তাল রাজধানী, দুর্ভোগে মানুষ

এ নিয়ে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এদিকে ক্যাম্পাসে বহিরাগতদের আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার প্রক্টরিয়াল কমিটির এক জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিকেল সাড়ে তিনটায় প্রক্টরিয়াল বডির সদস্যরা সহকারী প্রক্টর ড. মো. আব্দুল মুহিত, মুহম্মদ বদরুল হাসানসহ আরো কয়েকজন শিক্ষক টিএসসিতে পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন।
পরে সোয়া চারটার দিকে শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীদের শান্ত করতে এলে শিক্ষার্থীরা 'ভুয়া ভুয়া' দুয়ো ধ্বনি দেন। এ সময় তারা দ্রুত স্থান ত্যাগ করেন।
সহকারী প্রক্টররা দ্রুত স্থান ত্যাগের সময় শিক্ষার্থীদের হামলায় চারজন শিক্ষক আহত হন।