মৃত্যুর হুমকি পেয়ে যা বললেন আয়মান সাদিক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ০৯:৪৪ এএম

আইমান সাদিক/ফাইল ছবি।
অনলাইনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। এ কথা তিনি নিজেই নিজের ভেরিফায়েড পেজে একটি ভিডিও আপলোড করে জানিয়েছেন। রবিবার (৫ জুলাই) বিকেলে আপলোড করা এ ভিডিওতে আয়মান সাদিক বলেন, ‘বাইরের দেশে থাকা ভিন্ন বিশ্বাসের টেন মিনিট স্কুলের এক সাবেক কর্মীর সমকামীতা নিয়ে দেয়া পোস্টের কারণে আমাকে এ মকৃত্যুর হুমকি দেয়া হচ্ছে।
আয়মান সাদিক এসময় দুঃখ নিয়ে বলেন, আমি কখনো ভাবি নি আমাকে পাবলিকলি নিজের ধর্মের হিসাব দিতে হবে। হ্যাঁ, আমি মুসলিম। আমাকে বাঁচতে দিন। আমার বাবা-মা কিছুক্ষণ পরপর আমাকে দেখে যাচ্ছে। টেন মিনিট স্কুলের এক সাবেক কর্মীর ব্যক্তিগত পোস্টের কারণে আমাকে আমার ধর্মের হিসেব দিতে হবে, টেন মিনিট স্কুলকে মানুষ বয়কট করতে বলবে তা আমি কখনো ভাবি নি।