ভিকারুননিসায় ভর্তি কার্যক্রম শুরু বুধবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম
আগামী শিক্ষাবষের্র জন্য রাজধানীর অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ও ইংরেজি ভার্সনে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) কলেজের অধ্যক্ষ কামরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার বেলা ১১টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে (https://gsa.teletalk.com.bd ) অনলাইনে আবেদন ফরম বিতরণ শুরু হয়ে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। আবেদনের ফি ১১০ টাকা। টেলিটক প্রি-পেইড মোবাইলে এই ফি দিয়ে আবেদন ফরম পূরণ করে অনলাইনেই জমা দিতে হবে।
এতে আরো বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে সব শাখার বাংলা ও ইংরেজি ভার্সনে (প্রভাতি ও দিবা শাখায়) শিক্ষার্থীদের ভর্তির জন্য টেলিটকের ওই ঠিকানায় আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে আবেদনকরা ছাত্রীদের মধ্য থেকে ডিজিটাল লটারি পদ্ধতিতে ভর্তির জন্য নির্বাচন করা হবে। আগামী ১৩ ডিসেম্বর অনলাইনে শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।