×

শিক্ষা

মৌলিক অধিকার রক্ষায় জনগণকে ঝুঁকি নিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৩:১৫ পিএম

   

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের জনগণের মৌলিক অধিকার রক্ষায় জনমত সৃষ্টি করতে হবে। জনগণকে সোচ্চার থাকতে হবে, ঝুঁকি নিতে হবে। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রই আসল গণতন্ত্র রক্ষা করতে পারে। এর মধ্যে রাজনৈতিক অধিকার থাকবে, নিরসন হবে অর্থনৈতিক বৈষম্য।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের গ্যালারিতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত সভায় সংবিধান দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খসড়া সংবিধান প্রণয়ন কমিটির এই সভাপতি।

৫০তম সংবিধান দিবসে ‘আমরা বাংলাদেশের জনগণ’ শীর্ষক এ আলোচনায় ড. শাকিল আহম্মেদের সঞ্চালনায় শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, স্বাধীনতার পর পরিস্থিতি এমন ছিল যে রাজনীতিবিদরা মন্ত্রী হওয়ার তাড়নায় আরেক দলে গিয়ে যোগ দিত। তাদের নিরুৎসাহিত করার জন্য গণতন্ত্রকে দীর্ঘায়িত করার জন্য সংবিধানে ৭০নং অনুচ্ছেদে ‘ফ্লোর ক্রসিং’য়ের বিধান রাখা হয়েছে। তবে আমরা এখন লক্ষ্য করছি সেটা একদলীয় ব্যবস্থা হয়ে যায়। বহুদলীয় গণতন্ত্র কীভাবে রাখা যায় এটা নিয়ে ভাবতে হবে।

মানবাধিকার লঙ্ঘন রোধে সংবিধানের কোনো সীমাবদ্ধতা আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সংবিধানের সীমাবদ্ধতা নেই, তবে আমাদের রাজনৈতিক দলগুলোর সীমাবদ্ধতা আছে। আমাদের রাজনৈতিক দলগুলোর এক্ষেত্রে ভূমিকা রাখার কথা ছিল। তারা দলের স্বার্থকে বড় করে দেখে। মৌলিক অধিকারকে তারা উপেক্ষা করে।

সবাই যদি বড় দলে গিয়ে নমিনেশন পাওয়ার জন্য গা ভাসিয়ে দেয় তখনই পার্টি ফেইল করে। জনগণকে কীভাবে সংগঠিত করা যায়, নাগরিক সংগঠন কীভাবে করা যায় এটা নিয়ে ভাবা উচিত। এটা আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা।

অনুষ্ঠানে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি তারানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক নাসিম আক্তার হোসাইন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App