
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৬:৩২ পিএম
আরো পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিন সাপ্তাহিক ছুটি স্থায়ী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:০০ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিনের সাপ্তাহিক ছুটি এখন থেকেই স্থায়ী হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করা হয়েছে। এটি আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা। সেটিকে এগিয়ে আনা হয়েছে। সেটা এখন থেকেই হবে। কারণ, অন্যান্য পেশার চেয়ে শিক্ষকেরা বছরে ৫২ দিন বেশি কাজ করেন। শিক্ষকদের একটু সময় দরকার। শিক্ষার্থীদেরও একটু সময় দরকার।
এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন শিক্ষামন্ত্রী।
তিনি আরও বলেন, সারা বিশ্বই বলছে, সব গবেষণা বলছে, সপ্তাহে দুই দিন ছুটি হলে তা শেখার পক্ষের সহায়ক। শেখানোর পক্ষেও সহায়ক।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিন সাপ্তাহিক ছুটি স্থায়ী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:০০ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিনের সাপ্তাহিক ছুটি এখন থেকেই স্থায়ী হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করা হয়েছে। এটি আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা। সেটিকে এগিয়ে আনা হয়েছে। সেটা এখন থেকেই হবে। কারণ, অন্যান্য পেশার চেয়ে শিক্ষকেরা বছরে ৫২ দিন বেশি কাজ করেন। শিক্ষকদের একটু সময় দরকার। শিক্ষার্থীদেরও একটু সময় দরকার।
এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন শিক্ষামন্ত্রী।
তিনি আরও বলেন, সারা বিশ্বই বলছে, সব গবেষণা বলছে, সপ্তাহে দুই দিন ছুটি হলে তা শেখার পক্ষের সহায়ক। শেখানোর পক্ষেও সহায়ক।