ঢাবিতে ভর্তি পরীক্ষায় 'চ' ইউনিটে প্রথম ফারিয়া নওশীন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৬:২৮ পিএম

ফারিয়া নওশিন
২০২১-২২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন ফারিয়া নওশীন আহমেদ আপন। তিনি মোট ১২০ নম্বরের মধ্যে ১০০ দশমিক ৫০ নম্বর পেয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) চ ইউনিটের ফল প্রকাশ হয়।
তিনি ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পয়েছেন। তার বাবা আবুল শাদীদ আহমেদ অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং তার মা নাসরিন আক্তার মতিঝিলে অবস্থিত আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে এমএ ও মেজ বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেছেন। তিনি তিন বোনের মধ্যে সবার ছোট। তিনি গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে চান।