করোনা সংক্রমণ বাড়ায় অনলাইন ক্লাসে ফিরছে বুয়েট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৭:৫০ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ফাইল ছবি
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুনরায় অনলাইন ক্লাসে ফিরছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
বুধবার (২৯ জুন) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি শিক্ষার্থীদের অবহিত করা হয়।
এতে বলা হয়, সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জুলাই মাসের ২ তারিখ থেকে স্নাতকোত্তর পর্যায়ের অনুষ্ঠিতব্য সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে অধ্যাপক ফোরকান উদ্দিন বলেন, আসন্ন ঈদুল আযহার আগে স্নাতকোত্তর শ্রেণির নতুন ব্যাচের এক সপ্তাহ ক্লাস হবে যা আগামী ২ জুলাই থেকে শুরু হওয়ার কথা আছে। কিন্তু দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অনলাইনে তাদের ক্লাস নেয়া হবে।