ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ পিএম

ছবি : সংগৃহীত
ভারতীয় রুপির মান ডলারের বিপরীতে আরো ৪ পয়সা পড়ে নতুন রেকর্ড গড়েছে। সোমবার (৬ জানুয়ারি) ইন্টারব্যাঙ্ক ফরেক্স মার্কেটে রুপি ৮৫ দশমিক ৭৭-এ লেনদেন শুরু করে সর্বনিম্ন ৮৫ দশমিক ৮৪-এ নেমে যায়। দিনশেষে ৮৫ দশমিক ৮৩-এ স্থির হয়। গত সপ্তাহে রুপি ৮৫ দশমিক ৭৯-এ লেনদেনে বন্ধ হয়েছিল।
পতনের কারণ
এই পতনের পেছনে শেয়ারবাজারের তীব্র ধস, বিদেশি বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাহার এবং মার্কিন বন্ডের রিটার্ন বৃদ্ধি মুখ্য ভূমিকা রেখেছে। এছাড়া, মার্কিন ডলারের নিরাপদ আশ্রয় হিসেবে চাহিদা বেড়ে যাওয়ায় রুপির ওপর চাপ আরো বাড়ে।
মিরা অ্যাসেট শেয়ারখানের রিসার্চ অ্যানালিস্ট অনুজ চৌধুরী বলেন, শেয়ারবাজারে দুর্বল প্রবণতা, বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি, মার্কিন বন্ডের রিটার্ন এবং এইচএমপিভি ভাইরাসের আতঙ্ক—সব মিলিয়ে রুপির পতন ঘটছে। তবে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) হস্তক্ষেপ করলে রুপির মান কিছুটা সামলে উঠতে পারে।
শেয়ারবাজারে ধস
ভারতের শেয়ারবাজারেও বড় পতন হয়েছে। ৩০ শেয়ারের সেনসেক্স সূচক ১,২৫৮ দশমিক ১২ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ পড়ে ৭৭,৯৬৪ দশমিক ৯৯ পয়েন্টে নেমেছে। নিফটি সূচক ৩৮৮ দশমিক ৭০ পয়েন্ট বা ১ দশমিক ৬২ শতাংশ পড়ে ২৩,৬১৬ দশমিক ০৫ পয়েন্টে পৌঁছেছে।
বিনিয়োগকারীদের বিপুল বিক্রি
বিদেশি বিনিয়োগকারীরা গত শুক্রবার ভারতীয় শেয়ারবাজার থেকে ৪,২২৭ দশমিক ২৫ কোটি রুপি নিট বিক্রি করেছেন। একইসঙ্গে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ দশমিক ১১২ বিলিয়ন ডলার কমে ৬৪০ দশমিক ২৭৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
ডলারের অবস্থান ও তেল বাজার
ডলারের শক্তি পরিমাপক ডলার ইনডেক্স ০ দশমিক ৩৩ শতাংশ কমে ১০৮ দশমিক ৪৪-এ রয়েছে। অপরদিকে, অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ০ দশমিক ৩১ শতাংশ কমে ৭৬ দশমিক ২৭ ডলার প্রতি ব্যারেলে পৌঁছেছে।
আগামী দিনের দিকনির্দেশনা
ট্রেডাররা এখন মার্কিন সেবাখাতের পিএমআই এবং ফ্যাক্টরি অর্ডার ডেটার দিকে নজর রাখছেন। অনুজ চৌধুরী জানিয়েছেন, রুপি-ডলারের বিনিময় হার আগামীতে ৮৫ দশমিক ৬৫ থেকে ৮৬ দশমিক ১০-এর মধ্যে থাকতে পারে। ভারতের অর্থনীতিতে এমন অস্থিরতা আগামী দিনগুলোতে কেমন প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।