×

অর্থনীতি

ডলারের বিপরীতে ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপি, কারণ কী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম

ডলারের বিপরীতে ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপি, কারণ কী?

ছবি : সংগৃহীত

   

ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন দরপতনের মুখে পড়েছে ভারতীয় রুপি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রুপির এই ভঙ্গুর অবস্থার সাক্ষী হয়েছে বিশ্ব। টানা সাতটি লেনদেনের সেশনে রুপির মান ক্রমাগত কমেছে।

রুপির এই দরপতনের পেছনে একাধিক কারণ কাজ করছে। ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে যাওয়া এবং বিদেশি বিনিয়োগ প্রত্যাহার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। তাছাড়া ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্যও ঠিক রাখতে পারছে না দেশটি।

আন্তর্জাতিক প্রভাব ও রুপির দুর্বলতা

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বন্ডের বিপরীতে উচ্চ মুনাফার সুযোগ সৃষ্টি হয়েছে, যা ডলারের মূল্য আরও বাড়িয়ে তুলেছে। এর ফলে ভারতীয় রুপি ডলারের বিপরীতে তার শক্তি হারাতে থাকে।

বৃহস্পতিবার প্রতি ডলারের বিনিময় হার দাঁড়ায় ৮৫.২৪২৫ রুপি, যা রুপির ইতিহাসে সর্বনিম্ন। ২০২৪ সালের অক্টোবর থেকে রুপি প্রায় ১.৭৪ শতাংশ মূল্য হারিয়েছে।

বাণিজ্য ঘাটতি ও অর্থনৈতিক চাপ

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ভারতের বাণিজ্য ঘাটতি গত বছরের তুলনায় ১৮.৪ শতাংশ বেড়েছে। বিদেশি বিনিয়োগ এবং ঋণ প্রত্যাহারও রুপির দরপতনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

ভবিষ্যৎ পূর্বাভাস

আইডিএফসি ফার্স্ট ব্যাংক আরও জানিয়েছে যে, বাণিজ্য লেনদেন ভারসাম্যের অবস্থা ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি সামনের দিনগুলোতেও চাপের মধ্যে থাকবে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের বিনিময় হার ৮৬ রুপিতে পৌঁছাতে পারে। এতে রুপির আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতের অর্থনীতি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবে কিনা, তা ভবিষ্যৎই বলে দেবে। তবে বর্তমান পরিস্থিতি বলছে, রুপির মূল্যমান আরো সংকটের দিকে যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App