এক-এগারোর মতো টার্গেটে ব্যবসায়ীরা!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ এএম

নতুন কাজের সুযোগ বাড়ছে না, বরং সংকুচিত হচ্ছে কাজের পরিবেশ। ছবি : সংগৃহীত
দেশে সার্বিকভাবে যে জ্বালাও, পোড়াও, ভাঙচুর চলছে, তাতে নানা ধরনের সমস্যা চেপে বসেছে ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির ঘাড়ে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, একের পর এক ব্যবসায়ী-উদ্যোক্তারাই হয়রানির শিকার হচ্ছেন। যেমন, কাঁচামাল আমদানিতে ধীরগতি।
আবার বিদেশি বিনিয়োগও তলানিতে এসে ঠেকেছে। জ্বালানিসংকট তৈরি হয়েছে। নতুন কাজের সুযোগ বাড়ছে না, বরং সংকুচিত হচ্ছে কাজের পরিবেশ। এতে করে ক্ষতির সম্মুখিন হচ্ছেন ছোট বড় সব ব্যবসায়ীরা।
অনেক ব্যবসায়ী-উদ্যোক্তা বলছেন, ঘুরেফিরে আবারো তারাই টার্গেটে। তারা বলছেন, দেড় যুগ আগে এক-এগারো পটপরিবর্তনে উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায়ীদের ওপর যে জুলুম-অত্যাচার করা হয়েছিল, ওই ঘা এখনো শুকায়নি। ওই সময় দেশের শীর্ষ ব্যবসায়ীদের ধরে আটকে রাখা, অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেয়া এবং ব্যবসায়িক পরিবেশ বিপন্ন করে দেশের ঘাড়ে বেকারত্বের বোঝা বাড়িয়ে দেয়ার দুঃসহ স্মৃতি এখনো তাদের তাড়িয়ে বেড়াচ্ছে।
আরো পড়ুন : কমলো প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, নতুন মূল্যস্ফীতি নির্ধারণ
দেশের অর্থনীতি আবারো সেই পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে কি না, এ নিয়েই এখন শঙ্কিত ব্যবসায়ীরা। এক-এগারোর পরিস্থিতির মতো দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির পাশাপাশি একই পন্থায় শিল্পখাতে অরাজক পরিস্থিতি ভাবাচ্ছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদের।
অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলেছেন, ২০০৭ সালের ১১ই জানুয়ারি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে বড় বাঁকবদল ঘটে যায়। সে সময় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষ ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠেছিল। একই সঙ্গে বেছে বেছে শীর্ষ শিল্পোদ্যোক্তাদের হয়রানির মাধ্যমে দেশে ব্যবসার পরিবেশ নষ্ট করায় অর্থনীতি হুমকির মুখে পড়ে গিয়েছিল। আবারো সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটুক তা কোনোভাবেই কাম্য নয়।