যেভাবে নির্ধারিত হবে আরএফসিডি সুদহার, জানালো বাংলাদেশ ব্যাংক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) অ্যাকাউন্টের জন্য সুদের হার নির্ধারণে নতুন নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এক সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলোকে সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (সোফর)-এর সীমা মেনে চলতে হবে না। এর ফলে ব্যাংকগুলো নিজেদের গ্রাহক এবং বাজারের পরিস্থিতির ভিত্তিতে আরএফসিডি অ্যাকাউন্টের সুদের হার নির্ধারণ করতে পারবে।
আরএফসিডি অ্যাকাউন্ট হলো একটি সেভিংস অ্যাকাউন্ট, যা বাংলাদেশে বাসিন্দাদের বৈদেশিক মুদ্রা জমা এবং ব্যবহার করার সুযোগ দেয়। নতুন এই নির্দেশনার পূর্বে, ব্যাংকগুলো আন্তর্জাতিক বেঞ্চমার্ক রেট সোফর-এর ভিত্তিতে আরএফসিডি অ্যাকাউন্টে জমাকৃত অর্থের ওপর অতিরিক্ত ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে পারত। বর্তমানে সোফর হার ৫ দশমিক ৩ শতাংশ হওয়ায়, ব্যাংকগুলো আরএফসিডি অ্যাকাউন্টে ৬ দশমিক ৮ শতাংশ পর্যন্ত সুদ দিতে সক্ষম ছিল।
একটি বেসরকারি ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান, নাম প্রকাশ না করার শর্তে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান যে কেন্দ্রীয় ব্যাংক এখন সুদ নির্ধারণের ক্ষেত্রে আরো বেশি বাজারের ওপর নির্ভর করতে চাইছে। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা আর সার্কুলারের মাধ্যমে আমানতের সুদ ও ঋণের সুদ নির্ধারণ করতে চাইছে না।
আরএফসিডি অ্যাকাউন্টের আমানত মূলত চলতি আমানত হিসেবে গণ্য হয়, যা গ্রাহক যে কোনো সময় উত্তোলন করতে পারেন। বর্তমানে, চলতি হিসাবের অর্থের ওপর একজন গ্রাহক সর্বোচ্চ ২ শতাংশ সুদ পেয়ে থাকেন। নতুন নির্দেশনার ফলে গ্রাহকরা আরো সুবিধা পেতে পারেন, কারণ ব্যাংকগুলো নিজেদের সুবিধামত সুদের হার নির্ধারণের সুযোগ পাচ্ছে।