×

অর্থনীতি

৩ মাসের মধ্যে ডলারের দাম সর্বোচ্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ পিএম

৩ মাসের মধ্যে ডলারের দাম সর্বোচ্চ

ছবি : সংগৃহীত

   

যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার ঊর্ধ্বমুখী রয়েছে। বুধবার (৩০ অক্টোবর) মুদ্রাটির দাম গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। গোটা বিশ্বের অর্থনীতিতে যার দারুণ প্রভাব পড়তে পারে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

কনভেরা কোম্পানির এফএক্স ডিলার জেমস নিভেটন বলেন, মার্কিন অর্থনীতি এখন খুব শক্তিশালী অবস্থায় রয়েছে। যার ফলে ইউএস ডলার এখনো বেশ সমর্থন পাচ্ছে। 

আন্তর্জাতিক ৬ প্রধান মুদ্রার বিপরীতে ডলারের অবস্থান নির্দেশ করে ইন্ডেক্স (সূচক)। ১০৪ দশমিক ২৪-এ যা স্থিতিশীল রয়েছে। চলতি বছরের জুলাইয়ের পর যা সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচনের সম্ভাবনা থাকায় মার্কিন ডলার এবং ট্রেজারি ইল্ড সমর্থন পাচ্ছে। ধারণা করা হচ্ছে, ট্রাম্প বিজয়ী হলে ট্যারিফ এবং ইমিগ্রেশন নীতিগুলো মুদ্রাস্ফীতি বাড়াতে পারে।

যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেকটা মিশ্রিত। চাকরির বাজার কিছুটা দুর্বল হলেও ভোক্তারা আত্মবিশ্বাসী। এ কারণে ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি নিয়ে কোনো স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। দিন শেষে ৭ বছরের ট্রেজারি নোট নিলামে ডলারের দর সামান্য কমেছে। তবে তা এখনো বিগত ৩ মাসের মধ্যে সর্বাধিক শিখরে রয়েছে।

সাম্প্রতিক অর্থনৈতিক পরিসংখ্যানগুলো বলছে, মার্কিন অর্থনীতি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে কর্মসংস্থানে। তাই ফেডারেল রিজার্ভের দ্রুত সুদের হার কমানোর সম্ভাবনা কম। ফলে ডলারের তেজ থাকবে।

অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ার মুদ্রাস্ফীতি স্থিতিশীল থাকায় রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া থেকে সুদ কমানোর সম্ভাবনা এখন পর্যন্ত কম আছে। অস্ট্রেলিয়ার মুদ্রাস্ফীতি সূচক কিছুটা কমেছে। তবে সেবা খাতের মুদ্রাস্ফীতি এখনো বেশি। ত্রৈমাসিক ভিত্তিতে এই সূচক শূন্য দশমিক ৮ শতাংশে বেড়েছে, যা আগের চেয়ে বেশি। এ কারণে অস্ট্রেলিয়ান ডলার শূন্য দশমিক ৬৫-এ স্থিতিশীল আছে।

বিটকয়েন : ট্রাম্পের সম্ভাব্য বিজয়ের গুজবে বিটকয়েনের মূল্যও বেড়ে প্রায় সর্বকালের সর্বোচ্চ স্তরের কাছাকাছি পৌঁছেছে। বিটকয়েন বর্তমানে ৭২ হাজার ৮২ ডলারে ট্রেড হচ্ছে। 

ইউরো : ইউরোর মূল্য সামান্য বেড়েছে। প্রতি ডলার বিক্রি হচ্ছে ১ দশমিক শূন্য ৮২৪-এ। ইউরোপের জিডিপি প্রকাশিত হলে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ডিসেম্বরে সুদ কমাবে কিনা সেই বিষয়ে জানা যাবে।

স্টার্লিং (ব্রিটিশ পাউন্ড) : ব্রিটিশ স্টার্লিং ১ দশমিক ৩০-এ স্থিতিশীল রয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং অর্থমন্ত্রী র‍্যাকেল রিভস কড়া বাজেট নীতি অনুসরণ করছেন, যেন ব্রিটিশ জনগণের আস্থা ধরে রাখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App