ডিমের বাজারে বড় সুখবর, জানুন নতুন সিদ্ধান্ত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১০:২৩ পিএম

ছবি: সংগৃহীত
দেশের বাজারে ডিমের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআর এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। এতে ডিমের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি ডজন ডিমের দাম কমবে ১৩ টাকা ৮০ পয়সা।
শুল্ক হ্রাসের ফলে বাজারে ডিমের সরবরাহ বাড়বে এবং সাধারণ ক্রেতাদের জন্য ডিম সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া, ডিমনির্ভর খাদ্য উৎপাদক শিল্প, যেমন কনফেকশনারি এবং বেকারি খাতেও খরচ কমবে বলে এনবিআর সূত্রে জানা গেছে। চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত এ শুল্ক ছাড় কার্যকর থাকবে।
বর্তমানে বাজারে ডিমের দাম লাগামহীন হয়ে পড়েছে। প্রতি ডজন ডিম ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। অথচ কৃষি বিপণন অধিদপ্তর গত ১৫ সেপ্টেম্বর ডিমের যৌক্তিক মূল্য প্রতি ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করেছিল।
ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে সরকার ইতিমধ্যে ৭টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৫০ লাখ পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে। এই অনুমতির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
আরো পড়ুন: কুমিল্লায় ২ কোটি টাকার মোবাইল ফোন উদ্ধার
সরকার আশা করছে, এসব উদ্যোগ বাজারে ডিমের দাম কমাতে কার্যকর হবে এবং ডিম সহজলভ্য হবে।