×

অর্থনীতি

শ্রমিকদের অবরোধে তিন মহাসড়কে যানজট

Icon

কাগজ প্রতিবেদক, গাজীপুর ও সাভার

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্রমিকদের অবরোধে তিন মহাসড়কে যানজট

ছবি : সংগৃহীত

   

বেতনের দাবিতে গাজীপুর ও সাভারের আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে গতকালও বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ঘিরে সেনাবাহিনী ও র‌্যাবের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩৬ জনকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে থানা পুলিশ। মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় একদল যুবক সেনাবাহিনী ও র‌্যাবের গাড়ি ভাঙচুর করেন।

আটকদের মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ বহিরাগত যুবকরাও রয়েছেন।

এদিকে বকেয়া বেতনের দাবিতে গত সোমবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন গার্মেন্টস শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। সাভার হাইওয়ে থানার ইনচার্জ আইয়ুব আলী যানজটের এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মহাসড়কের নবীনগর থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার জুড়ে যানজট দেখা যায়। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে নবীনগর থেকে সাভারের সিঅ্যান্ডবি পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার ও ঢাকামুখী লেনে বাইশমাইল থেকে নবীনগর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এছাড়া বাইপাইল থেকে জামগড়া ও জিরাবো এলাকায় প্রায় ৮ কিলোমিটার যানজট দেখা দেয়।

শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল ৯টা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়েও সড়ক থেকে সরিয়ে দিতে পারেননি। গতকাল রাত পর্যন্ত মহাসড়কটি বন্ধ ছিল। এ বিষয়ে কথা বলার জন্য বার্ডস গার্মেন্টসের কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ২৭ তারিখের ইস্যু করা নোটিসের মাধ্যমে গত ২৮ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের সব কারখানা লে-অফ ঘোষণা করা হয়। এ সময় শ্রমিক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বর ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বর পরিশোধের দিন ধার্য করা হয়। চুক্তিমতো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করলেও ৩০ সেপ্টেম্বর সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের টাকা দিতে আরো তিন মাস সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত টাকা পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এদিকে অভিযোগ উঠেছে, শ্রমিকদের টাকা পরিশোধ না করলেও শ্রমিক নেতাদের প্রায় সাড়ে ৮ লাখ টাকা উৎকোচ হিসেবে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিতে কাউসার হোসেন খাঁন নামের এক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এলাকায় ডেইরি গেট অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১টা থেকে জাবি শাখা ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা শ্রমিক হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন। ঘণ্টাখানেক পর তারা মহাসড়ক ছেড়ে দেন।

সোমবার দুপুরে শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর কাউসার হোসেন খাঁন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আরো ৪ জন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ৩০ জন। এ সময় ভাঙচুর করা হয় সেনাবাহিনী ও র‌্যাবের গাড়ি। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও আহত হন। এ ঘটনায় শিল্পাঞ্চলে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে গতকাল পর্যন্ত প্রায় ১৪টি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে বন্ধ কারখানাগুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যরা টহল দেন। এছাড়া অন্য পোশাক কারখানাগুলোয় উৎপাদন স্বাভাবিক রয়েছে।

গাজীপুরে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ : গাজীপুরে শ্রমিকদের প্রতিশ্রæতি দিয়েও বেতন না দিয়ে মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করায় টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বকেয়া বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নেন। এতে ওই মহাসড়কে সকাল সাড়ে ৯টা থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকালে অবরোধ তুলে নেয়া হয়।

এদিন সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উভয় মহাসড়কের দুই পাশে ৭ থেকে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন মানুষ।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, মলিকপক্ষের ঘোষণা অনুযায়ী বকেয়া বেতনের জন্য আমরা শান্তিপূর্ণভাবে সারাদিন অপেক্ষা করেছি। হঠাৎ কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করেছে। আমরা সব বকেয়া পাওনা না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না। মাস শেষ, ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালা তাগাদা দেবে, দোকান মালিকরা বকেয়া টাকার জন্য আমাদের হাতের দিকে চেয়ে থাকবে। বাচ্চাদের স্কুলের বেতন এবং তাদের প্রাইভেট শিক্ষকের বেতন দিতে হবে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, গত ১৪ আগস্ট মালিকপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে এবং যাবতীয় পাওনা পরিশোধে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর গত জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। ওই দিন বেতন না দেয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে ৩০ সেপ্টেম্বর বেতন পরিশোধের তারিখ দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে।

এদিকে, কোনাবাড়ী এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে দুদিন ধরে বিক্ষোভ করছেন। মালিকপক্ষ তাদের সমাধান না দেয়ায় গতকালও তারা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন।

চান্দনা চৌরাস্তা এলাকায় ডিলাক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল সকালে আন্দোলনরত শ্রমিকরা আশপাশের কয়েকটি কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়। এ সময় তারা কর্মরত শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনের যোগ দেয়ার জন্য আহ্বান জানালে বিশৃঙ্খলা এড়াতে চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানা গতকাল ছুটি ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। পুলিশ আন্দোলনকারী শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেছে। সেনা সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App