রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে এমডির নিয়োগ বাতিলের সিদ্ধান্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সরকারের সম্মতি জানিয়ে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি দেয়া হয়েছে। ব্যাংকগুলো হলো- সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, বেসিক ও বিডিবিএল।
গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ছয় ব্যাংকের পরিচালনা পর্ষদকে দেয়া চিঠিতে এমডিদের নাম উল্লেখ করে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপরিশ/সম্মতি জ্ঞাপন করা হলো।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের রুটিন দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল জানান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ছয় ব্যাংকের পরিচালনা পর্ষদকে চিঠি দেয়া হয়েছে। পর্ষদ এমডির নিয়োগ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেবে।
সরকারের সুপারিশ অনুযায়ী অপসারণ করা ব্যাংক এমডিরা হলেন- সোনালী ব্যাংকের মো. আফজাল করিম, জনতা ব্যাংকের মো. আবদুল জব্বার, অগ্রণী ব্যাংকের মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের মোহাম্মদ জাহাঙ্গীর, বেসিক ব্যাংকের মো. আনিসুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) মো. হাবিবুর রহমান গাজী।