×

অর্থনীতি

নিরবচ্ছিন্ন গ্যাস ও প্রণোদনা চান শিল্প উদ্যোক্তারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পিএম

নিরবচ্ছিন্ন গ্যাস ও প্রণোদনা চান শিল্প উদ্যোক্তারা

ছবি: সংগৃহীত

   

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে হলে সবার আগে গার্মেন্টস ও টেক্সটাইল খাতকে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল জানিয়েছেন, এ খাতে যদি নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং প্রয়োজনীয় প্রণোদনা দেয়া হয় তাহলে এই খাত বেঁচে যাবে।

বুধবার ( ১১ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে ইউটিসি ভবনে অবস্থিত বিটিএমএর কার্যালয়ে সংগঠনের বোর্ড মিটিংয়ের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রাসেল বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক কারখানা ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। অর্ডার চলে যাচ্ছে পাশের দেশগুলোতে। এই অবস্থার অবসান ঘটাতে হবে। সরকারকে এই খাতে গুরুত্ব দিতে হবে।

 যে খাতগুলোতে প্রণোদনা দেয়া হয় তার উপকার সংশ্লিষ্ট শ্রমিক-মালিক সবাই পায় উল্লেখ করে তিনি বলেন, তবে যে সব খাত প্রণোদনা পাওয়ার দাবিদার তাদেরই প্রণোদনা দেয়া উচিত।

সম্প্রতি গার্মেন্টস খাতের অস্থিরতা প্রশমনে প্রশাসনকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে বিটিএমএ সভাপতি বলেন, আমাদের দেশের কর্মীরা খুবই শান্তিপ্রিয়। প্রশাসন গত সরকারকে টিকিয়ে রাখার ব্যাপারে যে পরিমাণ সক্রিয় ও আন্তরিক ছিল, সেই একই আন্তরিকতা এখন তাদের দেশ গড়ার ক্ষেত্রে দেখাতে হবে। তাদের ঘরে বসে থাকলে হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App