অটোরিকশা থেকে ১৫ হাজার কোটি টাকা রাজস্ব সম্ভব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৪, ০৮:৫২ পিএম

ছবি: ভোরের কাগজ
ব্যাটারিচালিত অটোরিকশা থেকে প্রতি বছর ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি এন্ড মোটর চালিত অটোরিকশা অটো বাইক সার্ভিস লিমিটেড। প্রতিষ্ঠানটি জানায়, প্রতি বছর অটোরিকশার বিদ্যুৎ চার্জিং খাতে ১ হাজার কোটি টাকা, গাড়ির নম্বর প্লেট নিবন্ধন খাতে ৮ হাজার কোটি টাকা ও ড্রাইভিং লাইসেন্স খাতে ৩ হাজার কোটি টাকা সরকার রাজস্ব আয় করতে পারে।
মঙ্গলবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এসময় ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে এনে রাজস্ব আহরণের দাবি জানানো হয়। সরকারকে এই রাজস্ব আয়ে সহযোগিতা করতে চায় প্রতিষ্ঠানটি। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট জাহিদুল ইসলাম, পরিচালক আক্তার আহমেদ ও মাইনুল ইসলাম প্রমুখ।
আরো পড়ুন: রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২১ পাচ্ছে ২০ শিল্প প্রতিষ্ঠান
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা অনুমোদন দেয়ার জন্য ২০১৮ সালে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আদালতে রীট পিটিশন দায়ের করি। ২০১৯ সালে সুপ্রিমকোর্টের ফুল বেঞ্চ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেয়ার জন্য আদেশ দেয়। ইতোমধ্যে প্রধানমন্ত্রীও ইজিবাইকের বৈধতা দানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আবুল কালাম বলেন, আদালতের রায় অনুযায়ী আমাদের দায়িত্ব দেয়া হলে সরকারকে বছরে ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ে সহযোগিতা করতে পারব। পাশাপাশি সারাদেশে চলাচলরত ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের চালকদের প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ চালক রূপে গড়ে তুলতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।