বিটিএমএ'র সেক্রেটারী জেনারেল হলেন জাকির হোসেন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ পিএম

মো. জাকির হোসেন
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নতুন সেক্রেটারী জেনারেল হিসেবে যোগদান করেছেন (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিটিএমএ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)'র পরিচালনা পর্ষদের এপ্রিল ২০২৪ মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল মো জাকির হোসেন (অব.) কে বিটিএমএ'র সেক্রেটারী জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
বর্নিত সিদ্ধান্ত অনুযায়ী মোঃ জাকির হোসেন আজ বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল হিসেবে যোগদান করেছেন। তিনি বিটিএমএ'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তাঁর উপরে অর্পিত দায়িত্ব পালন করবেন।