৮২৩৮ ঋণখেলাপির তালিকা প্রকাশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১০:২০ এএম

প্রতীকী ছবি।
ঋণখেলাপি ৮ হাজার ২৩৮টি কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে জাতীয় সংসদে। বাংলাদেশে কার্যরত সব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত সিআইবি ডাটাবেজে রক্ষিত ২০১৯ সালের নভেম্বর মাসভিত্তিক হালনাগাদ তথ্য অনুযায়ী এসব কোম্পানির কাছে খেলাপি ঋণের পরিমাণ ৯৬ হাজার ৯৮৬ কোটি ৩৮ লাখ টাকা। আর পরিশোধিত ঋণের পরিমাণ ২৫ হাজার ৮৩৬ কোটি ৪ লাখ টাকা।
বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে আহসানুল ইসলাম টিটুর এক লিখিত প্রশ্নের জবাবে সংসদে এ তালিকা তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী এ সময় কোম্পানি/প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য ১০৭ পৃষ্ঠাবিশিষ্ট একটি তালিকা সংসদে উত্থাপন করেন। সেই তালিকায় স্থান পায় কে কত টাকার ঋণখেলাপি।
এসব ঋণখেলাপি কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে- রিমেক্স ফুটওয়্যার যার খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা, দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস, খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৩০০ কোটির উপরে, তৃতীয় স্থানে রয়েছে রূপালী কমপোজিট লেদার ওয়্যার লিমিটেড, যার ঋণের পরিমাণও ১ হাজার ৩০০ কোটির মতো এবং সব চেয়ে কম ঋণ মাত্র ১ কোটি টাকা এআই ইন্ডাস্ট্রিজের। যদিও এসব কোম্পানিগুলোর খেলাপি ঋণের পরিমাণ কিছুটা ঝাপসা করে ছাপান হওয়ায় তাদের খেলাপি ঋণের পরিমাণ বোঝা যায়নি।
সংসদে দেয়া তথ্যানুযায়ী তালিকায় প্রথম ৫০টি ঋণখেলাপি কোম্পানি হলো- রিমেক্স ফুটওয়্যার লি, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস, রূপালী কম্পজিট লেদারওয়্যার লিমিটেড, রাইজিং স্টিল লিমিটেড, মোহাম্মদ ইলিয়াম ব্রাদার্স (পিভিটি) লিমিটেড, এসএ ওয়েল রিফাইনারি লিমিটেড. সামনাজ সুপার ওয়েল লিমিটেড, কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লি. অ্যালোকোট লিমিটেড, গ্যালাক্সি সোয়েটার এন্ড ইয়ার্ন ডাইং, বুলট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বেনট্রেক্স ইন্ডাস্ট্রিজ, কম্পিউটার
সোর্স লি, রুবাইয়া ভেজিটেবল ওয়েল লি., বাংলাদেশ কমিউনিকেশনস লি., লেক্সো লি., আলফা কমপোজিট টাওয়েলস লি., সুপ্রভ রোটোর স্পিনিং লি., বেল কনস্ট্র্রাকশন এসডিএনবিএইচডি লি., চৌধুরী নিটওয়্যার লি., জ্যাকুয়ার্ড নিটেক্স লি., ইব্রাহিম টেক্সটাইল মিলস লি., সুপ্রভ কমপোজিট নিট লি., হলমার্ক ফ্যাশন লি., ফেয়ার আর্ন প্রোসেসিং লি., ফেয়ার ট্রেড ফেব্রিক্স লি., বাংলাদেশ সুগার এণ্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশন, সাহারিজ কমপোজিট টাওয়েলস লি., লিটুন ফেব্রিক্স লি., সুরজ মিয়া জুট স্পিনিং মিলস লি., পদ্মা পলিকটন নিট ফেব্রিক্স লি., আয়মান টেক্সটাইল এন্ড হোসিয়ারি লি., সিমরান কম্পোজিট লি., এসকে স্টিল, হেল্পলাইন রিসোর্সেস লি., নূরানী ডাইং এণ্ড সোয়েটার্স লি., ভার্গো মিডিয়া, বিস্মিল্লাহ টাওয়েলস লি., আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লি., লাইট হাউজ ইনফ্রাকটেকচার লি., ক্রিসেন্ট টেনারিজ লি., সালে কার্পেট মিলস লি., ইউনাইটেড এপারেলস ইন্ডাস্ট্রিজ লি., টি এণ্ড ব্রাদার্স নিট কমপোজিট লি., বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্সিয়াল কো. লি., করোলা করপোরেশন বিডি লি., রহমান স্পিনিং মিলস লি., ইসলাম ট্রেডিং কনসোটিয়াম লি. এবং ঋণখেলাপি তালিকায় ৫০তম স্থান পেয়েছে দি ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এসব কোম্পানিসহ ৮ হাজার ২৩৮টি কোম্পানি এই তালিকায় রয়েছে।
আহসানুল ইসলাম টিটুর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হতে ত্রৈমাসিকের তথ্য অনুযায়ী ২৫টি ব্যাংকের পরিচালকরাই নিজেদের ব্যাংক হতে ঋণ নিয়েছেন। তাদের গৃহীত ঋণের বকেয়া স্থিতির পরিমাণ ১ হাজার ৬১৪ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা, যা মোট ঋণের শূন্য দশমিক ১৬৬৬ শতাংশ। এ ছাড়া ব্যাংকের পরিচালকরা নিজ ব্যাংক ব্যতীত অন্য ৫৫টি ব্যাংক হতে ঋণ নিয়েছেন। তাদের গৃহীত ঋণের উপস্থিতির পরিমাণ ১ লাখ ৭১ হাজার ৬১৬ কোটি ১২ লাখ ৪৭ হাজার টাকা, যা ব্যাংকগুলোর মোট প্রদেয় ঋণের ১১ দশমিক ২১ শতাংশ।