উৎপাদনক্ষমতা বাড়াবে প্রিমিয়ার সিমেন্ট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮, ০৩:২১ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড তার উৎপাদনক্ষমতা বাড়াচ্ছে। বর্তমানে দৈনিক ৭ হাজার টন সিমেন্ট উৎপাদন করে কোম্পানিটি। সম্প্রসারণের পর এটি বেড়ে ১৫ হাজার টনে উন্নীত হবে।
আজ বুধবার অনুষ্ঠিত কোম্পানির ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক এই তথ্য জানিয়েছেন।
সভায় ৩০ জুন ২০১৮ তারিখে সমাপ্ত হিসাবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালকমণ্ডলীর প্রতিবেদনসহ বিভিন্ন প্রস্তাবনা অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। এছাড়াও তারা কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১০% নগদ লভ্যাংশও অনুমোদন করেন।
সভায় পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ এরশাদুল হক এবং স্বতন্ত্র পরিচালক তারেক আহমেদ। সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির চিফ এ্যাডভাইজার মো: আবুল কালাম, এ্যাডভাইজার ফখরুল ইসলাম,সি.এফ.ও মোঃ শফিকুল ইসলাম তালুকদার, এফসিএমএ এবং কোম্পানি সচিব কাজী মোঃ সফিকুর রহমান।