দরপতনের শীর্ষে মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ০২:৫০ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে আসে ‘জেড’ ক্যাটেগরির মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গেল সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২৭ দশমিক ২৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ছয় লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৩১ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজের সর্বশেষ কার্যদিবসে শেয়ারদর ৯ দশমিক ৪০ শতাংশ বা এক টাকা ১০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। যার সমাপনী দর ছিল এক টাকা ৮০ পয়সা। দিনজুড়ে ২১ হাজার ২০১টি শেয়ার মোট ১১ বার হাতবদল হয়। যার বাজারদর দুই লাখ ৭১ হাজার টাকা। দিনভর শেয়ারদর ১২ টাকা ৮০ পয়সায় স্থির থাকে।
গত এক বছরে শেয়ারদর ৩৪ টাকা ৭০ পয়সা থেকে ৯ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে। কোম্পানিটি ২০১৩ সাল থেকে লভ্যাংশ দেওয়ার কোনো রেকর্ড নেই। খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
কোম্পানিটির মোট এক কোটি ২০ লাখ শেয়ার রয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে ৪০ দশমিক ১৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, এবং বাকি ৫৯ দশমিক ৮৩ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড। জেড ক্যাটেগরির এ কোম্পানির প্রতিটি শেয়ারদর কমেছে ২৬ দশমিক ৬০ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ছয় লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে ছিল বিচ হ্যাচারি লিমিটেড। জেড ক্যাটেগরির এ কোম্পানির প্রতিটি শেয়ারদর কমেছে ১৭ দশমিক ২৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।