
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ১০:২৬ পিএম
আরো পড়ুন
দাম কমেছে জেট ফুয়েলের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১০:০৯ পিএম

ফাইল ছবি
পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জেট ফুয়েলের দাম কমিয়েছে। প্রতি লিটারে পাঁচ টাকা কমিয়ে অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটে নতুন দাম করা হয়েছে ১২৫ টাকা। আন্তর্জাতিক রুটের জন্য লিটার প্রতি দাম হয়েছে ৯৬ সেন্ট।
শুক্রবার (১০ নভেম্বর) থেকে এই দাম কার্যকর হবে।
গত ২৬ অক্টোবর অভ্যন্তরীণ গন্তব্যের জন্য জেট ফুয়েলের দাম ১৩০ টাকা আর আন্তর্জাতিক গন্তব্যের জন্য এক ডলার নির্ধারণ করা হয়।
এর আগে গত জুন মাসে জেট ফুয়েলের লিটারপ্রতি দাম ছিল ১১১ টাকা, জুলাইয়ে বাড়িয়ে তা ১৩০ টাকা করা হয়। পরের মাস আগস্টে কমিয়ে ১২৭ ও সেপ্টেম্বরে আরও কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করে বিপিসি।
প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকে বিপিসি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ফাইল ছবি
পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জেট ফুয়েলের দাম কমিয়েছে। প্রতি লিটারে পাঁচ টাকা কমিয়ে অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটে নতুন দাম করা হয়েছে ১২৫ টাকা। আন্তর্জাতিক রুটের জন্য লিটার প্রতি দাম হয়েছে ৯৬ সেন্ট।
শুক্রবার (১০ নভেম্বর) থেকে এই দাম কার্যকর হবে।
গত ২৬ অক্টোবর অভ্যন্তরীণ গন্তব্যের জন্য জেট ফুয়েলের দাম ১৩০ টাকা আর আন্তর্জাতিক গন্তব্যের জন্য এক ডলার নির্ধারণ করা হয়।
এর আগে গত জুন মাসে জেট ফুয়েলের লিটারপ্রতি দাম ছিল ১১১ টাকা, জুলাইয়ে বাড়িয়ে তা ১৩০ টাকা করা হয়। পরের মাস আগস্টে কমিয়ে ১২৭ ও সেপ্টেম্বরে আরও কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করে বিপিসি।
প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকে বিপিসি।