
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ১১:২২ এএম
আরো পড়ুন
২৭ ব্যাংককে তলব বাংলাদেশ ব্যাংকের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৩ পিএম
এবার ক্রেডিট কার্ডে ডলারের অনিয়ম পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ২৭টি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে অনিয়ম পাওয়ায় তাদের তলব করা হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের ক্রেডিট কার্ডের একটা লিমিট আছে। সাড়ে ১২ হাজার মার্কিন ডলার লেনদেন করা যায়। অনেক ব্যাংক এ সীমার উপরে লেনদেন করেছে বলে বাংলাদেশ ব্যাংকের এক পর্যালোচনায় উঠে এসেছে। মোট ২৭টি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব কার্ডে সাড়ে ১২ হাজার থেকে ২০ হাজার পর্যন্ত লেনদেন করা হয়েছে। এগুলো আবার পরিদর্শন করা হচ্ছে।
তিনি আরও বলেন, এসব ব্যাংককে কৈফিয়ত দিতে তলব করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের কাছে ব্যাখা চাওয়া হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
এবার ক্রেডিট কার্ডে ডলারের অনিয়ম পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ২৭টি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে অনিয়ম পাওয়ায় তাদের তলব করা হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের ক্রেডিট কার্ডের একটা লিমিট আছে। সাড়ে ১২ হাজার মার্কিন ডলার লেনদেন করা যায়। অনেক ব্যাংক এ সীমার উপরে লেনদেন করেছে বলে বাংলাদেশ ব্যাংকের এক পর্যালোচনায় উঠে এসেছে। মোট ২৭টি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব কার্ডে সাড়ে ১২ হাজার থেকে ২০ হাজার পর্যন্ত লেনদেন করা হয়েছে। এগুলো আবার পরিদর্শন করা হচ্ছে।
তিনি আরও বলেন, এসব ব্যাংককে কৈফিয়ত দিতে তলব করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের কাছে ব্যাখা চাওয়া হয়েছে।