আদর-দিঘীর ‘টগর’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০১:১৮ পিএম

সিনেমাটি প্রযোজনা করেছে এআর মুভি। ছবি : সংগৃহীত
বছরের প্রথমদিন চিত্রনায়ক আদর এবং নায়িকা প্রার্থনা ফারদীন দিঘী নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে আসলেন। আলোক হাসান পরিচালিত সিনেমাটির নাম 'টগর'।
টিজারে দেখা যায়, এক ভয়ঙ্কর ব্যক্তি একটি নিথর দেহ পা টেনে নিয়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে।
সিনেমাটির কনসেপ্ট তৈরি করেছে এআর টিম আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম। জানা গেছে, আগামী ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি প্রযোজনা করেছে এআর মুভি।
আরো পড়ুন : নতুন বছরে মুক্তির অপেক্ষায় যেসব ঢাকাই সিনেমা
আদর আজাদ টিজার ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর? খেলা তো হবে। আসছে…“টগর”।’ পরিচালক দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘বাহ্! বেশ।’
আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি, যে চরিত্রের মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।’ ছবিটি নিয়ে দীঘি বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’
টিজার দেখে নেটিজেনরা বলছেন, এমন আদর আজাদকে দেখেনি কেউ। টিজারে দীঘির অভিব্যক্তির প্রশংসাও করেছেন সবাই। তাদের মতে, ‘টগর’ সিনেমায় নতুন এক দীঘিকে দেখতে পাবেন সবাই।