১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম

ছবি: ভোরের কাগজ
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে ১৭ তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছিল গত ২০ ডিসেম্বর (শুক্রবার)। পুরো সপ্তাহ জুড়ে এবারের উৎসবে ১০১টি দেশের ২৭৬টি চলচ্চিত্র প্রর্দশিত হয়েছে। বাংলাদেশ থেকে ৪২টির মতো চলচ্চিত্র প্রর্দশিত হয়েছে।
উৎসবটি জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ এবং শিল্পী এস এম সুলতানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছিল। সাতদিনের এই উৎসবটি সবার জন্য ছিল উন্মুক্ত।
আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর ) বিকেল পাঁচটায় শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সমাপনী অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের ফলাফল ঘোষণার পাশাপাশি ও বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। যেসব ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হবে সেগুলো হল:
সেরা আন্তর্জাতিক ফিকশন চলচ্চিত্র
সেরা আন্তর্জাতিক ডকুমেন্টারি (নন-ফিকশন) চলচ্চিত্র
সেরা বাংলাদেশি চলচ্চিত্রের উপর 'তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্ট আওয়ার্ড'
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়য়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন- মো. আশানুর রহমান, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার, সিটি ব্যাংক পিএলসি।
আরো পড়ুন: আমি ১০০ বিয়ে করতে চাই : সিমলা