সময়ের ব্যস্ত মেকআপ আর্টিস্ট জাহিদ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০২:১৯ পিএম

বাংলাদেশের আলোচিত মেকআপ আর্টিস্ট জাহিদ মিয়া। ছবি : ভোরের কাগজ
বর্তমান সময়ে বাংলাদেশের আলোচিত মেকআপ আর্টিস্ট জাহিদ মিয়া। যিনি বাংলাদেশ চলচ্চিত্রেও কাজ করে চলেছেন সুনামের সঙ্গে। সিনেমা, নাটক টিভিসি, মিউজিক ভিডিও কিংবা ফটোশুট সবখানেই কাজ করছেন সমানতালে।
চিত্রনায়ক শাকিব খানের অনেকগুলো সিনেমাতেও মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। এর মধ্যে- ‘আমি নেতা হবো’, ‘ক্যাপ্টেন খান রংবাজ’, ‘লিডার আমি বাংলাদেশ’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ‘তুফান’, ‘দরদ’, উল্লেখযোগ্য। সবখানেই কাজের ক্ষেত্রে পরিচয় দিয়েছেন বেশ দক্ষতার।
কাজ করেছেন দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ‘এস কে ফ্লিম’ এবং ‘জাজ মাল্টিমিডিয়া’র সঙ্গেও। জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের প্রায় সব গানের মেকআপ আর্টিস্ট হিসেবে ছিলেন জাহিদ মিয়া। এখনও প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন ইমরানের সঙ্গে।
বাংলাদেশের স্বনামধন্য অডিও-ভিডিও কোম্পানি ‘ঈগল মিউজিক’, ‘সিডি চয়েজ,’ ও ‘প্র্যাংকিং এন্টারটেইনমেন্টেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন জাহিদ। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে এখনো ব্যস্ত সময় পার করছেন। ইচ্ছে আরো অনেক দূর যাওয়ার।
তিনি বলেন, আমি অল্প সময়ের মধ্যে কাজের ক্ষেত্রে সবার ভালোবাসা পেয়েছি। এ পেশায় আরো অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে আমার। স্বপ্ন দেখি এই পেশা দিয়ে একদিন দেশের বাইরেও সুনাম অর্জন করবো।
আরো পড়ুন : কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন বাপ্পা-তানিয়া