×

ঢাকা

এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯ পিএম

এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

ছবি: সংগৃহীত

   

মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫টি গাড়ির সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকামুখী লেনে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশিাচত করে বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট ৫টি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ২০ জন আহত হয়েছে। 

তিনি বলেন, অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। আমাদের লোক ওখানে কাজ করছে।

এদিকে এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়ের ঢাকা মুখী লেনে। পরে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় মহাসড়কে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান সামনে থাকা আরেকটি পণ্যবোঝাই কাভার্ডভ্যানকে প্রথমে ধাক্কা দিলে সেটি সামনে থাকা এমাদ পরিবহনের একটি যাত্রীবাহীবাসকে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। 

আহতদের মধ্যে কাভার্ভভ্যানের হেলপারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে গেছেন বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App