মানিকগঞ্জে বিএনপির আহ্বায়ক হলেন রিতা

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ পিএম

ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিতে (আংশিক) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির বিষয়ে জানা গেছে।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- এসএ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, সত্যেনকান্ত পণ্ডিত ভজন এবং গোলাম আবেদীন কায়সার।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে দলকে আগামীতে আরো শক্তিশালী করা হবে। সেইসঙ্গে তৃণমূল পর্যায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নতুন উদ্যোমে কাজ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে মানিকগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য এই নবাগত আহ্বায়ক কমিটির সবাই ঐক্য বজায় রেখে একযোগে কাজ করবেন বলে জানান তিনি।