সাড়ে ৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চালু

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:১০ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত দেড়টা থেকে বন্ধ রাখা হয়েছিল। তবে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ (শুক্রবার) সকাল ১০টা ৪০ মিনিট থেকে স্বাভাবিক হয়েছে এ নৌরুটের ফেরি চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের (এজিএম) মো. সালাম হোসেন জানান, ঘন কুয়াশার কারণে ফেরিগুলোর চলাচলে সমস্যা হচ্ছিল এবং দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়। কুয়াশার ঘনত্ব এত বেশি ছিল যে নৌপথের দিকনির্দেশক বাতিগুলোও অস্পষ্ট হয়ে যায়। ফলে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ফেরিগুলো নোঙর করে রাখা হয়।
আরো পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত গাড়িসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সকাল ১০টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, যানবাহনের চাপ দ্রুত কমিয়ে আনার জন্য ফেরিগুলোর কার্যক্রম আরো ত্বরান্বিত করা হচ্ছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এ রুট দিয়ে হাজারো যাত্রী ও যানবাহন পারাপার হয়।