×

ঢাকা

সিংগাইর থানার ওসির বিরুদ্ধে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের অভিযোগ!

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম

সিংগাইর থানার ওসির বিরুদ্ধে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের অভিযোগ!

সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর

   

মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা না নিয়ে উদ্ধার করা স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সদর ইউনিয়নের চর আজিমপুর গ্রামের ভুক্তভোগী প্রবাসী কাজী শরিফুর রহমানের বড় ভাই কাজী আরিফুর রহমান বাদী হয়ে রবিবার (১২ জানুয়ারি) জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে বলা হয়, সৌদি প্রবাসী কাজী শরিফুর রহমান সম্প্রতি দেশে ফেরেন। তার স্ত্রী চাঁদনী পরকীয়া প্রেমের সূত্র ধরে ৪ জানুয়ারি জনৈক যুবকের সঙ্গে অন্যত্র পালিয়ে যায়। এ সময় চাঁদনী শরিফুর রহমানের বিদেশ থেকে আনা ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৪৫ হাজার সৌদি রিয়াল ও দু'টি স্মার্ট ফোন নিয়ে ৭ বছর বয়সী একমাত্র ছেলে আব্দুল্লাকে রেখে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর রাতে থানায় অভিযোগ করতে গেলে ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর উল্টো চাঁদনী আক্তারকে খুন করে লাশ গুম করার অভিযোগে আরিফুরের পরিবারের লোকজনকে গ্রেপ্তারের ভয় দেখায়। 

আরো পড়ুন: গৌরনদীতে বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পুলিশকে চাঁদনীর মোবাইল ফোন ট্র্যাকিং করে দেখার অনুরোধ করলেও নানা অজুহাতে ৫ দিন অতিবাহিত হয়। পরে ওসির সহায়তায় থানা পুলিশ গত ৯ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে সাভারের বিরুলিয়া এলাকার ৫ তলা ভবন থেকে চাঁদনীসহ জড়িত ওই যুবককে আপত্তিকর অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে। সবার উপস্থিতিতে চাঁদনী আক্তারের কাছ থেকে সমস্ত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেন পুলিশ। এ সময় অভিযোগকারীর পক্ষ থেকে চাঁদনীসহ জড়িত ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করতে চাইলে ওসি উল্টা তাদেরকে পেন্ডিং মামলায় গ্রেপ্তারের ভয়ভীতি দেখান। সেইসঙ্গে উদ্ধার করা স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের মামলা না নিয়ে চাঁদনীকে থানা থেকে ছেড়ে দেয়ার প্রস্তাব দেন তিনি। চাঁদনী রাজি হলে ওসি আমাদের কথা না শুনে তাদের দুইজনকে ছেড়ে দেন। ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর প্রবাসী কাজী শরিফুরের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে পরিবারটিকে হেনেস্তা করেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। 

ভুক্তভোগী প্রবাসীর বড় ভাই অভিযোগকারী কাজী আরিফুর রহমান বলেন, ওসি এখনো আমাদের মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে। তাদের মালামাল ফেরত পেতে পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। 

আরো পড়ুন: ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী ও তার ভাই আটক

সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ও এস আই মুত্তালিব চাঁদনীকে উদ্ধার করেন। টাকা পয়সা ও স্বর্ণালংকার ছিলো কিনা সেটা তারাই বলতে পারবেন। আমার সামনে যখন আনা হয় তখন সেখানে একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জিনিসপত্র নিয়ে কোনো কথা হয়নি। 

এদিকে ভিকটিম চাঁদনীকে উদ্ধারকারী এস আই মো. মুত্তালিব বলেন, ভিকটিমের বাবার দায়ের করা একটি নিখোঁজ জিডির প্রেক্ষিতে একজন লোকসহ চাঁদনীকে উদ্ধার করেছি। চাঁদনীর ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে নগদ ১৬ হাজার ৩০০ টাকা, স্বর্ণের আংটি, কানের দুল, একটি মোবাইল সেট ও পায়ের নুপুর আমাদের কাছে দিয়েছিল। মেয়েকে যখন অভিভাবকের জিম্মায় দেই তখন মালামালগুলো তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, জিডির প্রেক্ষিতে সাভার থানা পুলিশ সঙ্গে নিয়ে বিরুলিয়া এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় এক যুবকের সঙ্গে চাঁদনীকে পাই। আমাদের থানায় আনার পর মেয়ের জিনিসপত্রগুলো তাকেই বুঝিয়ে দেয়া হয়েছে। 

এ ব্যাপারে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছিন খাতুন বলেন, বিষয়টি আমি দেখবো। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App