বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিহত ২

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ এএম

কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিহত হয়েছেন দুই জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওদুদ (৩৫), অপরজন জনের (৪০) পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হলেন, বাবুল (৩৫), সে বাকপ্রতিবন্ধী।
জানা গেছে, ইমামপুর ইউনিয়নের কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে একটি বাল্কহেডের সঙ্গে একটি স্পিডবোটের সংঘর্ষ ঘটে। এ সময় স্পিডবোটটি দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত হন স্পিডবোটে থাকা তিনজন। পরে তাদেরকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটলো এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
আরো পড়ুন : ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত