মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো মোয়াজ্জিন ও ইমামের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পিএম

ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০), তিনি মধুপুর উপজেলার কাকরাইদ বেরিবাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের ইমাম ছিলেন এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চুয়ালিপাড়া গ্রামের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)। তিনি একই মসজিদের মোয়াজ্জিন ছিলেন।
স্থানীয়রা জানান, তারা দুইজন বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন। তারা পড়াশোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদে ইমামতি ও মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে মসজিদে আজান দেয়ার জন্য মাদরাসা থেকে মোটরসাইকেলে মসজিদের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মোয়াজ্জিন ও ইমাম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, এই দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর আগে তাদের গুরুতর আহতবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পিকআপটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে।