বাস-ট্রাক সংঘর্ষে ৪ পোশাকশ্রমিক নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৬ এএম

৪ পোশাকশ্রমিক নিহত
ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে বুধবার (২০ নভেম্বর) রাতে ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
এতে ঘটনাস্থলে তিন নারী ও এক পুরুষসহ চার শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন পোশাকশ্রমিক।
ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে বুধবার রাতেএ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানা সম্ভব হয়নি।
ওসি বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আহত হয়েছেন অন্তত ২০ জন পোশাকশ্রমিক।