আরিচা-কাজিরহাট নৌরুটে নাব্যতা সংকটের ফেরি চলাচল বন্ধ

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

ছবি: ভোরের কাগজ
আরিচা-কাজিরহাট নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বলে আরিচা বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, নদীতে নাব্যতা সংকটের কারণে শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবৎ নাব্যতা সংকটের কারণে উক্ত নৌরুটের আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি মাঝেমধ্যেই আটকে যাচ্ছিল। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফলোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রেখেছিল। কিন্তু নদীতে ক্রমাগত পানি হ্রাস পাওয়ায় চ্যানেলটি একেবারেই সরু হয়ে গেছে। যা ফেরি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায়, কর্তৃপক্ষ জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নাব্যতা সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নাব্যতা সংকট নিরসন না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।