সখীপুর-সাগরদিঘী সড়কে গর্ত, ভোগান্তি চরমে

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৫০ পিএম

ছবি: ভোরের কাগজ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার সাগরদিঘী আঞ্চলিক মহাসড়কে অধিকাংশ জায়গায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে এই সড়কে নিয়মিত সিএনজি চালক নাজমুলের সঙ্গে দেখা হলে জানায়, এতো বড় বড় গর্ত হওয়ায় সড়কে যাত্রী তো দূরে থাক খালি গাড়ি নিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়েছে। সখীপুর বাজারের গোডাউন এলাকা থেকে কচুয়া পল্টন পাড় পর্যন্ত কোথাও কোথাও পিচ ওঠে গেছে। আবার কোথাও ইট সুরকি দেবে গিয়ে খানা-খন্দের সৃষ্টি হয়েছে।
আবার বড়চওনা বাজার গ্রামীণ ব্যাংকের সামনে থেকে প্রায় কুতুবপুর বাজারের কাছাকাছি অধিকাংশ সড়ক ভাঙাচোড়া এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝেমধ্যে সড়কের ছোট ছোট গর্তগুলো সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় মেরামত করা হলেও কিছুদিন যেতে না যেতে একই স্থানে আবার ভয়াবহ গর্তের সৃষ্টি হয়। এতে জনসাধারণের ভোগান্তি আরো বাড়ে। প্রতিদিন উপজেলার সদরের সঙ্গে যোগাযোগের জন্য এটি এই অঞ্চলের মানুষের সহজ রাস্তা।
আরো পড়ুন: প্রেসক্লাব কয়রার আহ্বায়ক কমিটি গঠন

উপজেলায় সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় বড়চওনা ইউনিয়নের শ্রীপুর, হারুন মার্কেট, রাজনীতি মোড় এলাকায়। এসব এলাকার কৃষকের যেমনি বাড়ছে উৎপাদন ব্যয় তেমনি বাড়ছে পরিবহন ব্যয়। বিভিন্ন এলাকা ঘুরে সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিস উপজেলা সদরে পৌঁছাতে খরচ দিগুণ হচ্ছে। এছাড়া ভাঙা রাস্তায় দীর্ঘ সময় গাড়ি আটকে থাকায় বড়চওনা-কুতুবপুর কলেজসহ উপজেলার সদর হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সময়মতো পৌঁছাতে পারে না।
এ রাস্তায় চলাচলের নিয়মিত যাত্রী প্রধান শিক্ষক সুকুমার মাহমুদ বলেন, এতো জনগুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী থাকলে আমাদের সীমাহীন ভোগান্তি পোহাতে হবে। তাই বিষয়টি বিবেচনা নিয়ে জনস্বার্থে খুব দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে টাঙ্গাইল মির্জাপুর সড়ক উপ-বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা ভোরের কাগজ প্রতিনিধিকে বলেন, ইতোমধ্যে রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা দেয়া হয়েছে। তিনি আরো জানান, বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে থাকায় গর্তের সৃষ্টি হয়। আশা করি, সাগরদিঘী সড়কের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।