আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুর, মানবেতর জীবনযাপন

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ থেকে
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম

বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইের আওতায় আনার জোর দাবি স্থানীয়দের। ছবি: ভোরের কাগজ
মুন্সিগঞ্জ জেলা সদরের পঞ্চসার ইউনিয়নের জিয়সতলা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ১৬টি ঘরের মধ্যে ১৩টি ঘরে সরকার পতনের পরপরই হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় লুটে নেয়া হয়েছে ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাব। সেই সঙ্গে বাসিন্দাদের ঘর থেকে বের করে দেয়ার হুমকিও দেয় দুর্বৃত্তরা।
এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে বইছে নিন্দার ঝড়। সরকারের দেয়া দুই কক্ষ বিশিষ্ট পাকাঘরে বসবাস করতেন হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও ভূমিহীন ১৬টি পরিবার। এ ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও কোনো সুরাহা পায়নি ভুক্তভোগী পরিবারগুলো। সাহায্য কিংবা আশ্রয়ের আশায় ঘুরছেন সরকারের বিভিন্ন মহলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী নারী জানান, বয়স্ক মাকে নিয়ে এই ঘরে থাকতাম। আমরা তো কোনো দল করি না। তাহলে কেন আমাদের ওপর হামলা হলো। শেষ সম্বল হিসেবে ঘরটাই ছিল। এখন আমরা কই গিয়া থাকুম।
আরো পড়ুন : সংকটে সাজেকে আটকে পড়া দেড় হাজার পর্যটক
আরেক ভুক্তভোগী জানান, আমাদের সঙ্গে তো কারো শত্রুতা নেই। নির্বিচারে আমাদের ওপর আঘাত করা হয়েছে। আমরা এটার বিচার চাই।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন জঘন্য কাজ করতে পারে। আশ্রয়ণের ঘরে যারা থাকে তারা খুবই অসহায়। জমি সংক্রান্ত বিষয়ে কারো দাবি থাকলে সেটা স্থানীয় প্রশাসনের দারস্ত হবে। তাই বলে তো হামলা লুটপাট করতে পারে না। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইের আওতায় আনার জোর দাবি স্থানীয় সুশীল সমাজের।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, হামলা ও লুটপাটের ঘটনায় অভিযোগ পেয়েছি। মঙ্গলবার সরেজমিনে তদন্তে যাব। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।