সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আহমেদ সাজু, (সখীপুর) টাঙ্গাইল
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৩:৩৬ পিএম

ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌরএলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) দুপুর আনুমানিক ১টার দিকে পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের হাসান মাহমুদ (১০) নামে দারুলউলুম নূরানী হারামাইন মাদ্রাসার হেফজ বিভাগের এক ছাত্র ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয় ও সহপাঠীদের মাধ্যমে জানা যায়, মাদ্রাসা মাঠে খেলতে গিয়ে মাদ্রাসা ঘরের ছাঁদে ফুটবল আটকে গেলে তা আনতে গিয়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে গুরুতর আহত হলে তাকে সখীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত হাসান মাহমুদ একই ওয়ার্ডের ওসমান গনির ছেলে। হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে এসেছে।
আরো পড়ুন: বিশেষ ট্রাইবুনালে সকল ধর্ষণ মামলার বিচার চায় ইবি শিক্ষার্থীরা