তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় গ্রেপ্তার তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুল এলাকার ঘটনায় শাহবাগ থানার তখনকার ওসি (অপারেশন্স) মোহাম্মদ আরশাদ হোসেন, মিরপুরের ঘটনায় এডিসি মইনুল ইসলাম এবং রামপুরা বাড্ডার ঘটনায় এসআই চঞ্চল কুমারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম। এসময় প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার মইনুল করিম ও সাইমুম রেজা উপস্থিত ছিলেন।
আগের দিন এ তিনজনসহ ছয় পুলিশ ও দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই মতে সকালে তাদের ট্রাইব্যুনাল হাজির করা হয়।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রধান কৌঁসুলি সাংবাদিকদের বলেছিলেন, ওই ছয় পুলিশ ও দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঢাকায় সবচেয়ে আলোচিত কয়েকটি ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে প্রসিকিউশনের তদন্ত দল। এরপর তাদের বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তারা।