×

অপরাধ

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, আটক ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, আটক ৫

ছবি : সংগৃহীত

   

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন: ইসমাইল হোসেন মজুমদার (৪৩), জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূইয়া (৫৮), আবুল কালাম আজাদ (৪৮) ও ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।

গেলো রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ওষুধ কিনতে বাজারে যাওয়ার সময় আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেন।

পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের না হওয়ায় আটককৃতদের ৫৪ ধারায় আদালতে হাজির করা হয়েছে। পরবর্তীতে নিয়মিত মামলা দায়ের করা হবে।

চৌদ্দগ্রাম থানা পুলিশ গোপনীয়ভাবে মিডিয়াকর্মীদের এড়িয়ে বিকেলে পাঁচ অভিযুক্তকে কুমিল্লার আদালতে হাজির করে। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ন্যায়বিচারের আশায় সরকারের কাছে দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বর্তমানে তিনি ফেনীতে তার মেয়ের সঙ্গে চিকিৎসা নিচ্ছেন এবং নিজ বাড়িতে ফিরতে চান।

এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধারা এই হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App