×

অপরাধ

কিডনি রোগীকে সাহায্য করতে ব্যাংক ডাকাতির চেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ এএম

কিডনি রোগীকে সাহায্য করতে ব্যাংক ডাকাতির চেষ্টা

ছবি: সংগৃহীত

   

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানিয়েছেন, একজন কিডনি রোগীকে ’বাঁচাতে’ রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করে গ্রেপ্তার ব্যক্তিরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আহম্মদ মুঈদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে ব্যাংকে ডাকাতির চেষ্টা ও জিম্মির তথ্য পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। নানাভাবে ডাকাতদের বুঝিয়ে আশ্বস্ত করেছি। প্রথমে তাদের কাছ থেকে অস্ত্রউদ্ধার করি। পরে জিম্মায় নিই।

তিনি বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানিয়েছে, চলচ্চিত্র ও ভিডিও গেমস দেখে ফ্যান্টাসিতে ভুগে এই কাজ ঘটিয়েছে। তারা ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল। এ দিয়ে একজন কিডনি রোগীকে সাহায্য করার কথা জানিয়েছে। এছাড়া এ টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের।

এসপি বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন কেরানীগঞ্জ ও আরেকজনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। ব্যাংক ডাকাতির ঘটনায় আটককৃতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান জানান, ডাকাতদের কাছ থেকে উদ্ধার হওয়া চারটি পিস্তল আসল নয়, খেলনা। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৪টি খেলনা পিস্তল, ২টি চাকু ও একটি ড্রিল মেশিন।

এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। পাশের মসজিদের মাইক থেকে এ খবর জানানো হয়। পরে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এরপর পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে।

ব্যাংকে ডাকাত দলের হানা দেয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করেন। এসময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App