ফের রিমান্ডে কামরুল ও সোলায়মান সেলিম

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ এএম

আগেও তারা একাধিক মামলায় রিমান্ডে ছিলেন। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক এমপি সোলায়মান সেলিমের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্টন থানায় করা যুবদল কর্মী শামীম হত্যা মামলায় তাদের রিমান্ডে দেয়া হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার সিএমএম কোর্ট এ আদেশ দেন। এইদিন সকালে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন জানানো হয়। পরে আদালত এ আদেশ দেন। আগেও তারা একাধিক মামলায় রিমান্ডে ছিলেন।
গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৩ নভেম্বর গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিউমার্কেট এলাকায় সংঘর্ষে নিহত হন আব্দুল ওয়াদুদ। এ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে ছিলেন কামরুল ইসলাম।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মামলায় একের পর এক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নেয়া হচ্ছে রিমান্ডে।
এছাড়াও ছাত্র-জনতার আন্দোলন দমাতে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এরপর গত ২৭ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়।
আরো পড়ুন : কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি, যা লিখলেন